আগামীকাল থেকে শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা
আলোরকোল ডেস্ক।।
মা ইলিশ সংরক্ষণ কর্মসূচি শেষ হওয়ার সপ্তাহ না পেরোতেই আগামীকাল থেকে আবারও শুরু হচ্ছে জাটকা ধরায় নিষেধাজ্ঞা। সোমবার (১ নভেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩০ জুন পর্যন্ত চলবে ৮ মাসব্যাপী এ নিষেধাজ্ঞা।
মা ইলিশ সংরক্ষণে চলতি মাসে ২২ দিন সাগর ও নদীতে মাছ ধরা বন্ধ ছিল। এ সময় জেলেদের বিভিন্ন সহায়তা প্রদান করে সরকার। তবে সেই নিষেধাজ্ঞা শেষ না হতেই আবারও ১ নভেম্বর (সোমবার) থেকে ৮ মাস বন্ধ থাকবে জাটকা ধরা। এ সময় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানিয়েছে মৎস্য বিভাগ।তবে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে সরকারের এমন সিদ্ধান্তে হতাশ জেলেরা।
তাদের অভিযোগ, ২২ দিনের কর্মসূচিতেই তারা ক্ষতিগ্রস্ত। নদীতে জাল ফেললে কিছু জাটকা আটকাবেই। তাই সরকারের এমন সিদ্ধান্ত তাদের বিপাকে ফেলবে। সেই সঙ্গে প্রকৃত জেলেদের তথ্য হালনাগাদ করে খাদ্য সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবিও জানিয়েছেন তারা।