জেনে নিন ইতালিতে গ্রিন পাসের নতুন নিয়ম
কাজী ফেরদৌস হোসাইন, ইতালি ।।
ইতালিতে গ্রিন পাসের নতুন নিয়ম। বড় স্টেশনগুলিতে গ্রিন পাস পরিক্ষা করা বাধ্যতামূলক । ইতালির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম গুলির প্রবেশের গেট সহ বড় স্টেশনগুলিতে (মিলানো সেন্ট্রালে, ফিরেন্স এস এম এন এবং রোম টারমিনালে ) “গাড়িতে ওঠার আগে গ্রিন পাস পরীক্ষা করা বাঞ্ছনীয়।
যদি এটি সম্ভব না হয় তবে যাত্রা টিকিট চেকার কর্মীদের দ্বারা গ্রিন পাস চেকটি কের নেওয়া যেতে পারে “। ইতালিতে নতুন করে কোভিড-১৯ এর সংক্রমন বৃদ্ধি হওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে এই নুতন অধ্যাদেশের নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রেনে অথবা বাসে যদি কোন ব্যাক্তিকে করনার লক্ষন দেখা যায় তাহলে তাথক্ষনিকভাবে পুলিশ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের হস্তক্ষেপে ট্রেন অথবা বাস থামানোর সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে।
« খুলনায় শিশুকন্যা হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসি (আগের খবর)