ইতালির ল্যাজিওর গ্যালিকানোতে এলপিজি ভর্তি ট্যাঙ্কার দুর্ঘটনার শিকার
কাজী ফেরদৌস হোসাইন, ইতালি।।
ইতালির ল্যাজিওর গ্যালিকানোতে একটি এলপিজি ভর্তি ট্যাঙ্কের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।এসময় ট্যাঙ্কারটি প্রায় ১২ হাজার লিটার এলপিজি বহন করছিলো বলে জানা যায়।
১৬ নভেম্বর সকাল ৮টার দিকে ল্যাজিওর গ্যালিকানোর তিভলি রাস্তায় দুর্ঘটনাটি ঘটে । তবে এই ঘটনায় হতাহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি।একই সময়ে পাশে থাকা প্যালেস্ট্রিনা ডিট্যাচমেন্টের অগ্নিনির্বাপকদের একটি দল বিষয়টি হস্তক্ষেপ করে,ওই রাস্তা দিয়ে তেজস্ক্রিয় রাসায়নিক সনাক্তকরণ ওয়াগন, এনবিসিআর নিউক্লিয়াস, পারমাণবিক – জৈবিক – রাসায়নিক – রেডিওলজিকাল স্থানান্তর করার জন্য অগ্নিনির্বাপক দলটির উপস্থিতিতে রাস্তাটি ব্যাবহার করা হচ্ছিল ।স্থানান্তর এবং নিরাপত্তা কার্যক্রমের জন্য রাস্তাটিতে যানবাহন চলাচলের জন্য বন্ধ ছিল।
« জেনে নিন ইতালিতে গ্রিন পাসের নতুন নিয়ম (আগের খবর)
(পরবর্তী খবর) সুন্দরবনে ভারতীয় ডাকাতের গুলিতে বাংলাদেশী এক জেলে নিহত »