প্রধান মেনু

ঈদের দিনে সুন্দরবনে জেলের মৃত্যু

আলোরকোল ডেস্ক।।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জে টিয়ার চর এলাকায় মাছ ধরতে গিয়ে ষ্টোক জনিত কারনে জাহাঙ্গীর হোসেন হিরু (৪৮) নামের এক জেলের মৃত্যু হয়েছে।
বনবিভাগ সূত্রে জানা যায় , জাহাঙ্গীর হোসেন হিরু বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের মো. ইউনুচ হাওলাদার এর পুত্র ।
মঙ্গলবার ( ৩ মে) ঈদের দিন পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ার চর এলাকায়  সকালে মাছ ধরার সময় ওই জেলে অসুস্থ হয়ে পড়লে কিছু ক্ষন পরেই তার মৃত্যু হয় । সঙ্গে থাকা জেলেরা বন বিভাগের সহযোগিতায় তাকে উদ্ধার করে শরণখোর সোনাতলা গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে আসে।
তার ছোট ভাই সাবেক ইউপি সদস্য মো. ডালিম হাওলাদার জানায়,আমার ভাই জাহাঙ্গীর হোসেন হিরু দির্ঘ্য দিন ধরে সুন্দরবনে মাছের ব্যাবসা করে আসছিলো ঈদের দিন বনের টিয়ার চর এলাকায় মাছ ধরার সময় ষ্টোক করে এবং ঘটনা স্থলেই তিনি মারা যায়।
এ ব্যপারে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এস ও মো. আসাদুজ্জামান জানান,সুন্দরবনের টিয়ার চর এলাকায় এক জেলের ষ্টোক জনিত কারনে মুত্যু খবর পেয়েছি এবং বন বিভাগের স্পীড বোট দিয়ে মৃত্যু দেহ তার বাড়িতে আনা ব্যবস্থা করা হয়েছে ।#






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*