কবিতার নাম ”যৌবন”
যৌবন
-জি,এম ওহিদুজ্জামান হাসান
শিশু কাল ছিলো ভালো
ছিলনাকো জ্বালা
খেলার সাথী নিয়ে সবে
করেছি কত খেলা।
বয়স বাড়ার সাথে সাথে
আমার হল একি?
কোথায় গেলো হারিয়ে মোর
সেই খেলার সাথী।
দিন রাত পুতুল খেলা
খেলেছি যাদের নিয়ে
তারা কোথায় চলে গেলো
আমায় একা ফেল।
মন আজ উথাল পাতাল
ঢেউয়ের দোলায় দোলে
স্বপ্নপুরী দেশের নাকি
রঙ্গীন পাখা মেলে।
সেথা গিয়ে বন্ধু নিয়ে
কাটুক সুখের রাত
মনের যত শুপ্ত কলি
হোক অবসাধ।
জানিনা এমন কেনো
হলো এ মন
বুঝি এল এই মনে
বহূ বছর পরে।
(পরবর্তী খবর) নাসির উদ্দিন আকন আর নেই »