প্রধান মেনু

কবি পংকজ মন্ডলের ‘খবরের ফেরিওয়ালা’ এখন বরিশালের জাতীয় গ্রন্থ মেলায়

 রিপোর্ট ,প্রদীপ মন্ডল, চিতলমারী।।
গ্রামীণ সাংবাদিকতার জীবনচিত্র ও সমাজের নানা অসংগতি নিয়ে লেখা উপন্যাস ‘খবরের ফেরিওয়ালা’ বইটি জাতীয় গ্রন্থ মেলায় গ্রন্থিক প্রকাশনার ২১১ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়া বরিশালের বিএম কলেজে আয়োজিত বই মেলায় পাওয়া যাচ্ছে বইটি। অর্থ ও পেশিশক্তির ভয়াল নাগপাশে প্রায় বাক্রুদ্ধ এই সময়েও আমরা বিশ্বাস করি ‘অসির চেয়ে মসি বড়।’
খবরের ফেরিওয়ালা’ নামক এই গ্রন্থে বাগেরহাটের চিতলমারী উপজেলা সাহিত্য পরিষদের আহবায়ক লেখক পংকজ মন্ডল সাহসিকতার সাথে তুলে ধরেছেন সমাজের নানা চরিত্র এবং অসংগতি। বইটিতে সুবিধা বঞ্চিত সেইসব ভাগ্যাহত মানুষের কথা উঠে এসেছে। জীবনের নানা টানাপড়েন আর সংঘাতময় জীবনের গল্প যেন শিল্পির তুলিতে সুনিপুণ ভাবে চিত্ররূপের প্রকাশ ঘটেছে।

এ বই পাঠককে যেমন ভাবিয়ে তুলবে তেমনি নানা প্রশ্ন এসে ঘুরপাক খাবে। ‘ সাংবাদিকতার আদর্শিক পথ লালন-পালন করেন শিমুল ভাই। তার চটির ক্ষয়ে যাওয়া তলাটা স্পর্শ করে রাস্তা। গায়ের চেক শার্টটা ধোলাই করতে করতে একরঙা হয়ে গেছে। প্যান্ট সেলাইয়ের সুতার গিঁটগুলো ফাঁকা হয়ে আছে। তবুও তিনি আপোষহীন। তার ছেলের স্কুলের মাইনে বাকি পড়ে থাকে। স্কুলড্রেস না হলে ক্লাসে ঢুকতে নিষেধ করেছেন শিক্ষকরা। স্ত্রীর অভিযোগ- ‘সারাদিন সংবাদের পেছনে টো টো করে ঘুরে বেড়াও সংসারটা তো গোল্লায় যেতে বসেছে!’
সমাজের দর্পণ হিসাবে যারা পরিচিত তাদের জীবনের অজানা এমন বাস্তব কাহিনী সহজ-সরল ভাষা শব্দের বর্ণনায় লেখক উপাস্থাপন করেছেন। বইটিতে সমাজ জীবনের অনেক অব্যক্ত কথা লেখনীর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন লেখক পংকজ মন্ডল।

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*