কালিগঞ্জে ডেঙ্গুতে মৃত কিশোরের পরিবারে আর্থিক সহায়তা করলেন ইউ এন ও
হাফিজুর রহমান শিমুল ।।
কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের পুত্র আলমগীর গাজী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। কালিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃত আলমগীরের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, সাংবাদিক সাজেদুল হক সাজু, কুশুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য কালিগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খুলনার গাজী মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়।
এই প্রথমই সাতক্ষীরায় কোন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেলো। সে উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। মৃত আলমগীর গাজীর ভাই সুজন গাজী জানান, আমার ভাই যশোরের একটি কওমি মাদ্রাসায় হাফেজি পড়তো।
কয়েকদিন আগে সে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। এরপর থেকে সে চিকিৎসাধীন থাকা অবস্থায় সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরায় সদর হাসপাতালে আনা হয়।
সেখান থেকে চিকিৎসকরা তাকে খুলনায় রেফার করে। এরপর খুলনার গাজী মেডিকেল কলেজে নেয়া হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শেখ তৈয়েবুর রহমান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল।
এরপর সকালে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরায় রেফার করা হয়।সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ আবু শাহিন জানান, আলমগীর গাজী নামে এক মাদ্রাসা ছাত্রকে বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে আনা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
এরপর তার কি হয়েছে তা আমি জানিনা। তিনি আরো জানান, সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ২৯২ জন ডেঙ্গু রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৫২ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ২০৫ জন ।
(পরবর্তী খবর) উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের সেচ্ছাসেবকদের কর্মশালা অনুষ্ঠিত »