চিতলমারীতে ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থদের মানবিক সহায়তা প্রদান
চিতলমারী প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে সুপার সাইক্লোন ঘুর্ণিঝড় আম্পান ও করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ ২শত পরিবারের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নির্দেশনায় ও বাগেরহাট জেলা প্রশাসকের উদ্যোগে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।
রবিবার বেলা ২ টায় চিতলমারী সদর ইউনিয়নের খড়িয়া-আরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ মানবিক সহায়তা প্রদানের উদ্বোধন করেণ বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা প্রকল্প বাস্তবান কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, আওয়ামী লীগে নেতা অধ্যাপক মুকুলেশ ঢালী প্রমুখ।
প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট