প্রধান মেনু

দীর্ঘদিন পর সংস্কার কাজ শুরু হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষকরা

চিতলমারীতে সরকারী প্রাথমিক শিক্ষক সমিতিরি উন্নয়ন কাজের উদ্বোধন

চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলার শাখার নিজস্ব কার্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। দীর্ঘ এক যুগেরও অধিক সময় ধরে সমিতির কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষকবৃন্দ। সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় হাসপাতাল রোডে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উপজেলা শাখার নিজস্ব কার্যালয় চত্বরে বালু ভরাট কাজ শুরু করা হয়।

এ উপলক্ষে নব-গঠিত কমিটির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা তপন দেবনাথ, মোঃ আরিফুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক মোঃ শহিদুল হক মুন্সীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছ।

ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মুকুল কিশোর মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি কৃষ্ণদাস বিশ্বাস, মোঃ জিন্দার আলী মোল্লা, কল্যানী বাড়ৈ, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম ফকির, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, যুগ্ম-সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বোস, সহ-সাধারণ সম্পাদক ভোলানাথ বিশ্বাস, অঞ্জনা হাজরা, সাংগঠনিক সম্পাদক সেখ সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক হিমাংশু হালদার, সমবায় বিষয়ক সম্পাদক তারাপদ বিশ্বাসসহ সংগঠনের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মুকুল কিশোর মজুমদার বলেন, আমাদের উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির ১৪ শতক জায়গা থাকলেও দীর্ঘদিন কমিটি ও সমিতির কার্যক্রম না থাকায় বিভিন্ন ভাবে এ জায়গা বেদখল হতে চলেছে। নবগঠিত কমিটির প্রথম কাজ দখলকৃত জায়গা উদ্ধারপূর্বক কার্যালয় ভবনটি সংস্কার করে শিক্ষকদের বসার ব্যবস্থা করা। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রদীপ মন্ডল
চিতলমারী, বাগেরহাট
০১৭১৪৪৮১৩৫৩






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*