ছড়া : ছোট্ট মনা – লিখেছেন দিলীপ কুমার মন্ডল
ছোট্ট মনা
–দিলীপ কুমার মণ্ডল
—————————-
ছোট্ট মনা ছোট্ট মনা
করছো তুমি কি ?
একলা তুমি মধ্য মাঠে
হাসছো বড্ড হি।
অনেক দূরে গাঁওখানি
ঐনা দেখা যায়,
এই খানে এলে তুমি
জানে বাপ ও মায় ?
ভয় করে না ভয় করে না
চারিদিকে ফাঁকা ,
একটু পরে আকাশেতে
মেঘ যদি হয় আঁকা ?
তারপরেতে ঝরঝরিয়ে
বৃষ্টি যদি ঝরে,
একলা তুমি কেমন করে
যাবে তোমার ঘরে ?
করে নাকো দেরী তুমি
যাও ফিরে যাও
যাবার কালে হাসিটুকু
আমায়না দাও।
(পরবর্তী খবর) মোরেলগঞ্জে ৪৫ টাকার পিয়াজ ৭০ টাকা !দেখার কেউ নেই »