জন্মের পরই হাটতে শুরু করলেন এক নবজাতক (ভিডিও)
আলোরকোল ডেস্ক ।।
অন্য সব প্রাণীর সদ্যজাত শাবক জন্মগ্রহণের পরপরই একটু সময় নিয়েই হাটাচলা শুরু করে। মানব শিশুর বেলায় বিষয়টি অকল্পনীয়,অভাবনীয়।
তবে সম্প্রতি এমন অকল্পনীয় ঘটনাটি ঘটেছে ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালে। সেখানে মায়ের গর্ভ থেকে বের হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই লেবার রুমে হাঁটতে শুরু করেছে ব্রাজিলের এক নবজাতক!
এই বিস্ময়কর ঘটনাটি নিয়ে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে৷
তবে জানা গেছে, ঘটনাটি ২ বছর আগের মে মাসের। তবে হঠাৎ করে সম্প্রতি ভিডিওটি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার হতে দেখা গেছে।
ওই ভিডিও ক্লিপে দেখা গেছে, জন্মানোর পর যখন চিকিৎসকরা নবজাতককে পরিষ্কার করছেন তখনই শিশুটি টলতে টলতে হাঁটতে শুরু করে৷ তবে চিকিৎসক তার বুকের কাছে হাত দিয়ে ধরে রেখেছিল। সেই অবস্থাতেই হাঁটার চেষ্টা করে শিশুটি। তাকে বসিয়ে রাখার চেষ্টা করলেও নিজ পায়ে সে দাঁড়িয়ে যাচ্ছে।
এমন অদ্ভুত দৃশ্য দেখে রীতিমত বিস্মিত হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। নবজাতকের এমন হাঁটার দৃশ্যটি ক্যামেরায় ধারণ করে রাখতে ভুল করেননি তারা। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিতেই ভাইরাল হয়।
এই অভূতপূর্ব ঘটনার কোনো প্রকার ব্যাখ্যা এখনও দিতে পারেননি চিকিৎসকরা।
https://youtu.be/55vA9MzWObM
« মোড়েলগঞ্জে ৩শ জেলে পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ (আগের খবর)
(পরবর্তী খবর) ওসি মোয়াজ্জেমকে শাহবাগের কদম ফোয়ারা এলাকা থেকে গ্রেপ্তার »