প্রধান মেনু

দুই জেলের লাশ উদ্ধার , এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন

আলোরকোল ডেস্ক।।

আকস্মিক ঝড়ে পূর্ব সুন্দরবনের দুবলার চর সংলগ্ন বঙ্গোপসাগরে ২০টি ট্রলার ডুবির ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই জেলের লাশ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১২ জন।

ডুবে যাওয়া ২০টি ট্রলারের মধ্যে এখন পর্যন্ত ১২টি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের দুবলা জেলে পল্লী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায়। তিনি জানান, শুক্রবার রাত ১০টার দিকে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরার এসব ট্রলার ডুবে যায়। এসব ট্রলারে থাকা অধিকাংশ জেলেই সাঁতরে এবং অন্য ট্রলারের সহায়তায় বেঁচে ফিরতে সক্ষম হন। কিন্তু তারপরও বেশ কয়েকজন জেলে নিখোঁজ রয়েছেন।

প্রহ্লাদ চন্দ্র বলেন, শনিবার সকালে বন বিভাগ, দুবলা ফিশারম্যান গ্রুপ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে দুবলার চর থেকে ৪৫ কিলোমিটার দূরে গভীর সাগর থেকে দুই জেলের লাশ উদ্ধার করা হয়।

তারা হলেন-এফবি মা-বাবার দোয়া ট্রলারের মো. মামুন (৪০) এবং এফবি জামিলা ট্রলারের মো. ইসমাইল (৩০)। মামুনের বাড়ি বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ এবং ইসমাইলের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালী গ্রামে।

শনিবার দিনভর যৌথবাহিনীর অভিযানে ৭৭ জেলেকে বিভিন্ন জায়গা থেকে জীবিত উদ্ধার করা হয় বলে জানান এই কর্মকর্তা।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*