প্রধান মেনু

পানিতে ডুবে পানছড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

আলোরকোল ডেস্ক।।

পানিতে ডুবে পানছড়িতে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মাঝে পিবির চাকমা (২) ও পরসা চাকমা (১১) আপন ভাই-বোন। তারা দুজন সত্যধন পাড়া (কলেজ গেট এলাকার) পূর্ণসাধন চাকমার সন্তান। নিহত অপর শিশুটির বয়স ১০, সে  তাদের প্রতিবেশী এবং সুপন চামরার সন্তান ঝরঝরি চাকমা (১০)।

আজ (২৮ জানুয়ারি) শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে চৌধুরী এলাকার মহামুনি বৌদ্ধ বিহার এলাকা দিয়ে বয়ে যাওয়া চেংগী নদীতে এ ঘটনা ঘটে। এমন দুঃখজনক খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

জানা গেছে, এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, চেংগী নদীতে পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙনরোধে অপরিকল্পিতভাবে বালির বস্তার বাঁধ দেয়। যেখানে শিশুরা প্রায়ই খেলা করতে যায়। রাবার ড্যামে বাঁধ দেওয়ার ফলে নদীতে জমা পানিতে ডুবেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার মো. ওসি আনচারুল করিম। তিনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ সত্যধন পাড়াস্থ শিশুদের বাড়িতে গিয়ে সমবেদনা জানান।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*