আর কোন দিন ভারী কণ্ঠে ভেসে আসবে না
প্রয়াত সাংবাদিক মিথুন মাহফুজকে নিয়ে সহকর্মী আব্দুল্লাহ কাফির আবেগন স্ট্যাটাস
ফেসবুক কর্নার ।।
আর কোন দিন ভারী কণ্ঠে ভেসে আসবে না “” তুই কোথায়? বাসায় আয়, একসাথে খাবো”
কখনও কখনও আপনার উপর রাগ করেছি, আপনার অনেক কথাই রাখতে পারিনি। ক্ষমা করবেন।
আপনার লাশবাহী গাড়িতে প্রায় ১১ ঘন্টা ছিলাম।
কিন্তু মনে হয়নি আপনি পেছনে শুয়ে আছেন। জানাজা শেষে গোরস্থানে নেওয়ার পরেও মনে হয়নি আপনার সাথে আর দেখা হবে না, কথা হবে না। আমার উপর প্রচন্ড রেগে যাবেন না, আবার একটু পরেই টাকা নে কিছু আানা। কিছু খাই, ক্ষুধা লাগছে।
ভাবতেও পারছি না আপনার ফোন থেকে আর ফোন আসবে না। দিনে কমপক্ষে তিন থেকে চারবার আপনার নামটা ভেসে উঠতো, রাগ করে কথা না বললে ছোট ভাই রিপনের নাম্বার থেকে ফোন করতেন।
আপনি চলে যাবেন, তাহলে আপনার বাসার পাশে আমার বাসা নিয়ে আসলেন কেন?
আজ থেকে পাশের চেয়ারটায় আপনাকে দেখতে পাব না। এটাও মেনে নিতে হবে।।
চেয়ারে বসতে আমার ঘাড়ে আর আপনার হাত পড়বে না। কখনও মন খারাপ দেখলে আর বলবেন না “নো টেনশন” আল্লাহ আছেন। সমস্যা কেটে যাবে। আপনি বলতেন, তুই শিক্ষকের সন্তান, আমিও শিক্ষকের সন্তান। কেউ ক্ষতি করলে, ঠকালে কিছু বলতে পারি না। চাইতে পারি না। শুধু সহ্য করে যাওয়া ছাড়া পথ নেই। কারণ আমাদের বাবা মা কিছু চাইতে শিখায়নি।
তাই আমরা নিজেদের পাওনাটাও চাইতে পারি না। আর যখন সইতে পারবো না তখন চলে যাবো।। আপনি ঠিকই চলে গেলেন, কিন্তু আমার মাথার উপর থেকে ছাতা সরে গেল। যে ছাতা সবসময় রোদ, বৃষ্টি থেকে রক্ষা করত। অনেক চিন্তা থেকে মুক্তি দিতো। অনেক টেনশন নিজে মাথায় নিয়ে বলতেন, এ চিন্তা আমাকে করতে দে….
আমার চিন্তা ভাগ করে নেওয়ার মতো কেউ থাকল না।
আল্লাহর কাছে শুধু দোয়া করি আপনার গুনাহ ক্ষমা করে জান্নাতবাসী করুন।