ফেসবুক-টুইটারের অভিযান শুরু ভুয়া আইডি‘র বিরুদ্ধে
আলোরকোল ডেস্ক ঃ
দুই সোস্যাল নেটওয়ার্ক জায়ান্ট ফেসবুক ও টুইটার জানান, বাংলাদেশ, ইরান, রাশিয়া ও ভেনিজুয়েলা থেকে পরিচালনা করা কয়েক হাজার ভুয়া অ্যাকাউন্ট ও বিতর্কিত পেজ বন্ধ করে দিয়েছে । মূলত রাজনৈতিক ঘৃণা ছড়ানো, বিদ্বেষমূলক পোস্ট এবং ভুয়া খবর শেয়ারের কারণে এসব অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।গত বৃহস্পতিবার এক টুইটে মাইক্রো ব্লগিং সাইট টুইটার জানিয়েছে, গত অক্টোবর থেকেই বিশ্বব্যাপী অ্যাকাউন্টগুলোতে নজরদারি করা হয়। আজ আমাদের সেবার বিশুদ্ধতা রক্ষায় ক্ষতিকর এই অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হয়েছে। টুইটার কর্মকর্তা ইয়োয়েল রোথ বলেন, ভুয়া তথ্য প্রতিরোধে টুইটারের অভিযানের অংশ হিসেবে ৩ হাজারেরও অধিক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।নিউইয়র্ক পোস্ট তাদের খবরে জানায়, টুইটার থেকে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট মুছে ফেলা হয়েছে ভেনিজুয়েলার। এ ছাড়া সৌদি আরব ও ইসরাইলের বিরুদ্ধে রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর কারণ দেখিয়ে ইরানের বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। রোথ জানান, বাংলাদেশ থেকে খুব অল্প কয়েকটি অ্যাকাউন্ট মুছেফেলা হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে বাংলাতে স্থানীয় রাজনীতির নানা বিষয়ে টুইট করা হতো।অন্যদিকে ফেসবুক বন্ধ করে দিয়েছে ৭৮৩ পেজ, গ্রুপ এবং অ্যাকাউন্ট। তারা বলছে, ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের কনটেন্ট নিয়ে তাকে ভিন্নভাবে ব্যবহার করায় দেশটি থেকে পরিচালিত বেশ কিছু অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ বন্ধ করা হয়েছে। ওই চক্র এসব কনটেন্ট ব্যবহার করে একটি বিশেষ শ্রেণিকে লক্ষ্য বানিয়ে কাজ করছিল। দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যই ছিল যাদের অন্যতম লক্ষ্য।