প্রধান মেনু

বঙ্গোপসাগর থেকে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব

আলোরকোল  ডেস্ক।।

বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৫। পাচারকাজে ব্যবহৃত মাছ ধরা নৌকাটিও জব্দ করা হয়েছে।      

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মধ্যরাতে গভীর সমুদ্র এলাকা থেকে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার র‍্যাব-১৫ উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে একটি মাছ ধরার ট্রলারকে চিহ্নিত করা হয়। তারপর ধাওয়া করে সেই ট্রলারে মিলে ৪ লাখ ৩০ হাজার পিস ইয়াবা।

উপ-অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) তানভীর হাসান বলেন, গেল এক সপ্তাহ আগে থেকে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র‍্যাব-১৫। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে এ পরিমাণ ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*