প্রধান মেনু

বসুন্ধরা সিমেন্ট’র রাজমিস্ত্রি কর্মশালা

 

মোংলা প্রতিনিধি ।।
মোংলায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত ‘শৈল্পিক নির্মাণ, রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা সিমেন্ট। কর্মশালায় মোংলার ৬০ জন রাজমিস্ত্রি অংশ গ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী রাজমিস্ত্রিরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও তাদের নির্ভরশীলতার কথা তুলে ধরেন।

কর্মশালায় স্থাপনা নির্মাণ ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শ উপস্থাপন করেন বাগেরহাটের রামপাল উপজেলা প্রকৌশলী গুলজার রহমান। এছাড়া বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ী নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় উপস্থাপন করেন ইঞ্জিনিয়ার আবুল হাসান। এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্ট’র এজিএম (সাউথ উইং) মো: জিয়ারুল ইসলাম, খুলনা বিভাগের সিনিয়র ম্যানেজার জিয়াউর রহমান, খুলনা এরিয়ার এএসএম গাজ্জালী আহমেদ ও মোংলার ডিলার মো: এমদাদুল হক মাসুম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধারাবাহিক গুণগত মানের জন্যই বর্তমানে দেশের সবচেয়ে আইকনিক প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতু নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রো রেল প্রকল্প, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প,রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতার বাড়ী বিদ্যুৎ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু প্রকল্প, সাসেক রোড প্রকল্প, ভুলতা ফ্লাইওভার প্রকল্প, কালশী ফ্লাইওভার প্রকল্প, রুপসা রেল সেতু প্রকল্প ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের মত বড় স্থাপনাগুলোতে ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানের শেষভাগে মধ্যাহ্ন ভোজের আগে র‌্যাফেল ড্র বিজয়ীসহ সকলের হাতে বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে উপহার তুলে দেন কর্মশালার প্রধান অতিথি বসুন্ধরা সিমেন্ট’র এজিএম (সাউথ উইং) মো: জিয়ারুল ইসলামসহ অন্যান্য বিশেষ অতিথিরা।
উল্লেখ্য, বসুন্ধরা সিমেন্ট মিলসটি মোংলা বন্দরের শিল্প এলাকায় অবস্থিত। #






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*