বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা তুলে নিতে
বাগেরহাটে জেলেদের মানববন্ধন
মাসুম হাওলাদার ঃ
সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা (২৩ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন) প্রত্যাহারের জন্য বাগেরহাটে জেলে ও মৎস্যজীবী সম্প্রদায়বৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শতাধিক জেলে ও মৎস্যজীবীরা অংশ নেয়।এসময় বক্তব্য দেন, বাগেরহাট জেলা মৎস্যজীবী আড়ৎদার সমিতির সবাপতি এসএম আবেদ আলী, সাধারণ সম্পাদক অনুপ কুমার বিশ্বাস, মৎস্যজীবী লোকমান হোসেন, আব্দুর রহমান মোল্লা, দুলাল ব্যাপারি, মোঃ আক্কাস আলীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, আমরা সাগরে ফিসিং ট্রলারের মাধ্যমে জীবনের ঝুকি নিয়ে হাজার হাজার গরীব পরিবার জীবিকা নির্বাহ করি। ফিসিং ট্রলারের মাধ্যমে আমরা জাল ফেলে বড় মাছ আহরণ করি। আমাদের জালে কোন ছোট মাছ ধরা পরে না। সরকারের নির্দেশে ২৩ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সাগরে মাছ ধরার জন্য যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, আমরা তার আওতায় পরি না। এ জন্য ফিসিং ট্রলারে মাছ ধরার অনুমতি প্রদান করে সুস্থ্যভাবে বাঁচার সুযোগ দিতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।