বাঘের থাবায় প্রাণ হারিয়েছেন এক যুবক জেলে
আলোরকোল ডেস্ক ।।
ভারতে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের থাবায় প্রাণ হারিয়েছেন এক যুবক জেলে। তার নাম গোষ্ঠ নাইয়া, বয়স ৩৬। শনিবার পশ্চিমবঙ্গ রাজ্যের কুলতলি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম জি নিউজ জানায়, গোষ্ঠ নাইয়া কুলতলি এলাকার নাইয়া পাড়ার বাসিন্দা। শনিবার সকালে তিনি আরও চার-পাঁচ জনের সাথে মিলে নদীতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। এসময় তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ।
তার সঙ্গীরা এলোপাথাড়ি লাঠি চালিয়ে বাঘটিকে তাড়াতে সক্ষম হয়। এরপর তারা তাকে উদ্ধার করে কুলতলি হাসপাতালে নিয়ে যায়। সেখানকার কর্তৃব্যরত চিকিৎসক নাইয়াকে মৃত বলে ঘোষণা করেন।
তবে ভারতের বন বিভাগ বলছে, কাঁকড়া ধরতে নয়, জঙ্গলে বেআইনিভাবে কাঠ কাটতে গিয়েই বাঘের মুখে পড়েন ওই জেলে।
(পরবর্তী খবর) সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী »