প্রধান মেনু

ভাষা শহীদদের স্মরণে – কবিতা

ভাষা শহীদদের স্মরণে

                              — মারুফা আক্তার মুন্নি

ভাষার জন্য শহীদ হয়েছেন যারা, হয়ে গেছেন লাশ,

এ যেন বাঙালীর কান্নার এক বিরল ইতিহাস।

যখন মনে পরে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির কথা

ভাষা শহীদদের মনে পড়লে প্রানে লাগে ব্যথা।

দিয়েছিল প্রাণ ,হয়েছে মহান, রফিক,শফিক,জব্বার।

একাত্তরের প্রেরনা ছিল দেশের জন্য লড়বার।

মুক্তিযোদ্ধে মুক্তিসেনারা লড়েছিলো বীরের মত,

যুদ্ধে গিয়েছে,লড়াই করেছে,স্বজন হারিয়েছে কত।

ভাষার জন্য তারা তখন দিয়েছিল প্রাণ,

আজ আমরা বুজতে শিখি তাদের অবদান।

ভাষার জন্য যুদ্ধ করেছে যেসব সোনার ছেলে,

হৃদয় ভরে স্মরন করি চোখের অশ্রু ফেলে।

মাতৃভাষার জন্য তাদের অমর বলিদান,

রেখে গেছে আমাদের ভাষার শ্রেষ্ট মান।

নিজের জীবন বাজি রেখে যারা দিয়েগেছে প্রাণ,

ধনি – গরিব ভূলে গিয়ে জানাই তাদের সস্মান।

কে বড় কে ছোট সব পার্থক্য ভুলে,

আসুন সবাই একসাথে যাই শহীদ মিনারে।

একুশ মানে স্মৃতির মিনার পুষ্পে পুষ্পে পূর্ন,

যে দিন প্রতিবাদী সন্তানদের ভবিষ্যৎ হয়েছিল চুর্ন।

ভাষার জন্য যারা সেদিন জীবন করেছিল দান,

তাদের জন্য আমরা করব স্বার্থ বলিদান।##

(কবিতাটি লিখেছে – মারুফা আক্তার মুন্নি- ৭ম শ্রেণি
চিলড্রেন ভয়েজ কিন্ডার গার্টেন, খুলনা)

 






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*