মঠবাড়িয়ায় ই-বাজার নারী উদ্যোক্তা মিলন মেলা
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় নারী উদ্যোক্তাদের আয়োজনে ই-বাজারের হরিলপালা ইকো পার্কে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকাল থেকে রাত আটটা পর্যন্ত এ মেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, বিশেষ অতিথী ছিলেন, কে, এম, লতীফ ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক মোসাঃ আয়শা খানম, সাংবাদিক ইসরাত জাহান মমতাজ, মঙ্গল আলোয় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি নারগিস সুলতানা।
এসময় আিরাফাত হোসাইন মিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পঞ্চাশ জন উদ্যোক্তা, এডমিন ও উপদেষ্টা রূপা রহমান, গ্রুপ এক্সপার্ট শারমিন জাহান, মডারেটর শারমিন পাপ্পি, আয়শা সিদ্দিকা, লাভলী ইসলাম, শাঞ্জিদা আসাদ, অহিদা মনি, ইভা, স্বর্ণা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জি এম টুটুল।
এসময় মিলন মেলা নলাইনের মাধ্যমে কেনাকাটা করার সহজি করন, সময় বাচানো, এবং বাজার দরের চেয়ে কম মূলে পন্য পাওয়া, নারী উদ্যোক্তাদের সারা পৃথিবীতেই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার ভূমিকা তৈরি করার কর্মশালা অনুষ্ঠিত হয়। মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়।
ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া (পিরোজপুর)
০১৭২৬১৮৪০৪৯