মঠবাড়িয়া স্বামীকে তালাক দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া স্বামীকে তালাক দেওয়ায় ইসরাত জাহান (৩২) নামে এক নারীকে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে ডিভোর্স প্রাপ্ত স্বামী মহাসিন পলাশ। এ ঘটনায় পুলিশ শনিবার অভিযুক্ত স্বামী মহাসিন পলাশকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে । শুক্রবার রাত ৮ টার দিকে শহরের গোয়ালী পাড়া এলাকায় ওই নারীর ভাড়াকৃত বসত ঘরে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত মহাসিন শহরের নিউমার্কেট এলাকার জালাল পন্ডিতের ছেলে।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, ১৮ বছর আগে মহাসিন পলাশ ভালোবেসে ইসরাত জাহানকে বিয়ে করেন। বিয়ের পর তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়। এর কিছুদিন পরে মহাসিন পলাশ সৌদি আরব চলে যান। ৭ মাস পূর্বে মহাসিন পলাশ দেশে ফিরে এসে স্ত্রী ইসরাতের কাছে পাওনা টাকা নিয়ে ঝগড়া বিবাদে জড়িয়ে পরেন। সম্প্রতি স্ত্রী ইসরাত জাহান স্বামীর নির্যাতন সইতে না পেরে মহাসিন পলাশকে তালাক দিয়ে কন্যা আবিদাকে(১৫) নিয়ে শহরের গোয়লীপাড়া মহল্লায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
স্ত্রী কর্তৃক তালাক প্রাপ্ত হয়ে মহাসিন পলাশ ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে ওই ভাড়াকৃত বসতঘরে ইসরাত জাহানকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা থানায় খবর দিলে পুলিশ মহাসিন পলাশকে ঘটনা স্থল থেকে আটক করে। শেষে স্থানীয়রা গুরুতর আহত ইসরাত জাহানকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম বাদল জানান, আহত ওই নারীর ভাই ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। ঘটনা স্থল থেকেই মহাসিন পলাশকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেস্টা চলছে।####
ইসরাত জাহান মমতাজ
মঠবাড়িয়া