প্রধান মেনু

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মারা যায়নি

আলোরকোল ডেস্ক।।

দুপুর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের মৃত্যুর খবর। কিন্তু পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ভিত্তিহীন। এখনো হাসপাতালে চিকিৎসা চলছে আধুনিক মালয়েশিয়ার রূপকারের।

মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ও মাহাথির মোহাম্মদের পরিবারের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার সংবাদমাধ্যমগুলো।

মাহাথির মোহাম্মদের মেয়ে মেরিনা মাহাথির জানান, আমার বাবা আগে চেয়ে সুস্থ আছেন। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) চিকিৎসা চালিয়ে যাবেন।

তিনি আরও জানান, তার ক্ষুধা বেড়েছে এবং তিনি আইজেএন-এ তার পাশে থাকা পরিবারের সদস্যদের সাথে মজা করে সময় কাটাচ্ছেন।

এসময় মাহাথির মোহাম্মদের দ্রুত সুস্থতা কামনায় প্রার্থনা করার জন্য সকলকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানান মাহাথির কন্যা।

মেরিনা জানান, আইজেএন এখনও পরিবারের সদস্যদের ছাড়া কাউকে তার সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না। বর্তমানে তিনি আইজেএন-এর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ওয়ার্ডে রয়েছেন।

গত ৭ জানুয়ারি অসুস্থ হয়ে পড়ায় প্রথম দফায় হাসপাতালে নেওয়া হয় মাহাথিরকে। ১৩ জানুয়ারি সুস্থ হয়ে বাড়িতে ফেরেন তিনি।

এরপর গত ২২ জানুয়ারি অসুস্থ হওয়ায় আবারও তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*