নির্মানে দূর্নীতির অভিযোগ
শরণখোলার উপজেলা সদরের বাস স্ট্যান্ডের ব্রিজের এ্যাপ্রোচ সড়কটি যেন মরনফাঁদ
আলোরকোল ডেস্ক ঃ
বৃস্টি হলেই যেন মরন ফাঁদে পরিনত হয় শরণখোলা উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের এ্যাপ্রোচ সড়ক। প্রতি বছর বৃস্টি মৌসুম এলেই বড় বড় গর্তের সৃস্টি হয়। এতে দুর্ঘটনার শিকার হয় জনসাধারন ও যানবাহন।
ভূক্তভোগী এলকাবাসী অভিযোগ করে বলেন, এ্যাপ্রোচ সড়ক নির্মানের সময় দূর্নীতির আশ্রয় নেয় সংশ্লিষ্ট ঠিকাদার বাগেরহাটের মোজাহার গ্রুপ। সড়কে বালু দিয়ে ভরাট করা হলেও দু’পাশে কোন রকম এবং যেনতেন দায়সারা গোছের মাটি দেয়া হয়েছে। মাটির পরিমান কম হওয়ায় বৃস্টি হলেই পানির চাঁপে বালু বেরিয়ে যাচ্ছে। ফলে, বৃস্টি হলেই সৃস্টি হচ্ছে বড় বড় গর্ত।
প্রতি বছর বৃস্টি মৌসুমে বড় ধরনের গর্তে সৃস্টি হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং মিডিয়ায় চলে আসে। ঠিক তখনই তড়িঘড়ি করে সড়ক ও জনপথ বিভাগ গর্ত সারাতে তোরজোড় শুরু করে দেয়।
সাধারন মানুষের প্রশ্ন – যখন ত্রুটিপূর্ন এপ্রোচ সড়কটি নির্মান করা হয়। তখন দায়ীত্বপ্রাপ্ত কর্মকর্তা কি ঘুমিয়ে ছিলেন ? নাকি তাদের এ অনিয়মের কাজে সহায়তার কাজে ছিলেন ?