শরণখোলায় বাল্য বিয়ে পন্ড ,মেয়ের মাকে ৫ হাজার টাকা জরিমানা
আলোরকোল ডেস্ক।।
শরণখোলায় বুধবার (২২ সেপ্টম্বর) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে দক্ষিণ রাজাপুর গ্রামে একটি বাল্য বিয়ে বন্ধ করেছেন।এ সময় মুচলেকা আদায়সহ কন্যার মাতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট খাতুনে জান্নাত জানান, বুধবার দুপুরে দক্ষিণ রাজাপুর গ্রামের দুলাল ফকির তার দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে তারিনের (১৫) বিয়ের আয়োজন করেছিলো।
এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে বরপক্ষ আসার আগেই সেখানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বাল্য বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে।
এ সময় কন্যার পিতা পালিয়ে যাওয়ায় তার মাতা শিরিন বেগমকে ৫ হাজার টাকা জরিমানা এবং মেয়েকে বাল্য বিয়ে দিবেনা মর্মে মুসলেকা আদায় করা হয়েছে।##
« বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যু (আগের খবর)
(পরবর্তী খবর) শরণখোলায় থামছেনা সহিংসতা!পরাজিত প্রার্থীর উপর হামলা আহত-৪ »