বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে
শিক্ষার্থীদের এমন শিক্ষা দেবেন যাতে মানুষকে সম্মান করতে পারে। -শেখ তন্ময় এমপি
বাগেরহাট প্রতিনিধি ।।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে বাগেরহাট সদর উপজেলার দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে । বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, আমরা চাই বাগেরহাটবাসী যেন শিক্ষিত, মার্জিত, মেধাবী ও দক্ষতা অর্জন করে বাংলাদেশে পরিচিত হয়।
তিনি আরও বলেন, আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বে রয়েছেন, তারা শিক্ষার্থীদের এমন শিক্ষা দেবেন যাতে পথে ঘাটে মানুষের সঙ্গে দেখা হলে সম্মান দিতে জানে।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ মুকিতের সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকতারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মানিক হোসেন প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় ৯৮ লাখ ২৭ হাজার ১৫৪ টাকা ব্যয়ে দরিতালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪তলা ভবনের পাঁচ কক্ষ বিশিষ্ট দুই তলা ভবন নির্মাণ হচ্ছে।