প্রধান মেনু

হরিণের মাংসসহ একজন আটক

 

শরণখোলা(বাগেরহাট)প্রতিনিধিঃ

শরণখোলায় বুধবার (৩০ মার্চ) বিকালে বনরক্ষীদের হাতে হরিণের মাংসসহ একজন আটক হয়েছে। এ সময় একটি মোটর সাইকেল ও জব্দ করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় ওৎ পেতে থাকে ।

এসময় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে মোরেলগঞ্জগামী একটি মোটর সাইকেলকে সন্দেহ হলে সেটিকে আটক করে তল্লাশি চালায় এবং মোটর সাইকেলের সাথে বাধা একটি ব্যাগ জব্দ করে তাতে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যা।
বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটর সাইকেল চালক জুবায়ের হোসেন (৩০) কে আটক করে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে যায়।

আটক জুবায়ের খুলনার পাইকগাছার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র।
পূর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার আসাদুজ্জামান জানান, ধৃত জুবায়ের একজন হরিণ শিকারী ও মাংস বিক্রেতা। মোটরসাইকেলসহ হরিণের মাংস আটকের ঘটনায় একটি বন মামলা রেকর্ড করা হয়েছে এবং ধৃত ব্যক্তিকে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে ।####






উত্তর দিন

Your email address will not be published. Required fields are marked as *

*