হিলিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ভেড়া ও এঁড়ে বাছুর বিতরণ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ২০৯ টি পরিবারের মাঝে ভেড়া ও এঁড়ে বাছুর বিতরণ করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
মঙ্গলবার দুপুর বেলা ১২ টায় প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব ভেড়া ও এঁড়ে বাছুর বিতরণ করা হয়।
এ সময় হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, নির্বাহী অফিসার অমিত রায়, পৌর মেয়র জামিল হোসেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহাবুবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী মাহাবুবুর রহমান জানান, হাকিমপুর উপজেলার ১৭০ টি পরিবারকে ২ টি করে মোট ৩৪০ টি ভেড়া ও ৩৯ টি পরিবারকে এঁড়ে বাছুর দেয়া হয়।
মিজানুর রহমান মিজান
হিলি প্রতিনিধি
« শরণখোলায় নাতিকে ধর্ষণের অভিযোগে নানা গ্রেফতার (আগের খবর)
(পরবর্তী খবর) হিলিতে এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা »