হিলিতে ২ মাদকসেবীকে সাজা দিলো ভ্রাম্যমান আদালত
হিলি প্রতিনিধি।।
দিনাজপুরের হিলিতে গাঁজা সেবন করায় ৬ মাসের সাজা ও চোলাই মদ সেবন করার অপরাধে ১ বছরের সাজা প্রদান করছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন চন্ডীপুর গ্রামের -মোঃ মোজাম্মেল হকের ছেলে মোঃ মজনু (৩৩) কে গাঁজা সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড, ১০০ টাকা জরিমানা অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড, ও জাংগই মোঃ আফাজ উদ্দিনের ছেলে মোঃ হাবিবুর রহমান (২৯) কে চোলাই মদ সেবন করায় ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে সাজা প্রদান করা হয়েছে।। রাতে তাদের কে নিজ বাড়ী থেকে আটক করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাশার শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চন্ডীপুর ও জাংগই এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজা সেবন করার সময় দুই জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করালে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট নুর-এ আলম তাদের এই সাজা প্রদান করেন।
মিজানুর রহমান মিজান
হিলি,দিনাজপুর
০১৭১৬৬৭৪৮৭৯