৩১ বার তোপধ্বনির অর্থ কি?এটা কেন করা হয়ে থাকে?
আলোরকোল ডেস্ক ।।
পাকিস্তান সেনাবাহিনী রেসকোর্স ময়দানে বাংলাদেশের কাছে অন্তসমর্পণ করেছিল ১৬ ডিসেম্বর বিকেল ৪:৩১ মিনিটে..ওই মুহূর্ত স্মরণ করার জন্য বিজয় দিবসে এই ৩১ বার তোপধ্বনি করা হয় আমাদের স্বাধীনতা দিবস ২৬ মার্চ ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে উদযাপন করা হয় ||
সূত্রঃগুগল
জাতির জনক বঙ্গব্ন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিমানের সিঁড়িতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জনতার মহাসমুদ্রের উদ্দেশে হাত নাড়েন। তার চোখে তখন স্বজন হারানোর বেদনা-ভারাক্রান্ত অশ্রুর নদী, আর জ্যোতির্ময় দ্যুতি ছড়ানো মুখাবয়ব জুড়ে বিজয়ী বীরের পরিতৃপ্তির হাসি। বিমানের সিঁড়ি বেয়ে জাতির জনক তার স্বপ্নের সোনার বাংলায় পদার্পণের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি করে রাষ্ট্রপ্রধানের প্রতি সম্মান জানানো হয়।
সূত্রঃ যুগান্তর (১০ জানুয়ারী ২০১৮)
« বাগেরহাটে গণমানুষের প্রার্থী সরদার মাসুদার রহমান (আগের খবর)
(পরবর্তী খবর) শরণখোলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন »